মোনালিসা

শুভ আঢ্য



১
ওই বাদাম ছায়ায় মোনালিসা শুকোচ্ছে
তার ত্বকের রঙ... গাছটির নীচে যেন সমতল বলে
কোনো কিছু নেই শুধু হাতটি রয়েছে ভাষা ভুলে তার

ওই বাদাম ছায়ায় মোনালিসা শুকোচ্ছে
টিভির নব বন্ধ, এখানে কোনো প্রতিকৃতি শিল্পী নেই
এখানে কোনো প্রতিক্রিৠা নেই, ক্রিয়া নেই
তাই বাক্য গঠন হচ্ছে না বাদাম ছায়ায়
ওই বাদাম ছায়ায় মোনালিসা শুকোচ্ছে
তার বাম স্তনের মাপ, ডান স্তন থেকে আলাদা

ছবিটি à¦ªà¦°à§€à¦•à§à¦·à¦¾à¦®à§‚à ²à¦•, গাছটির নীচে শুকনো ছায়াটিও
শুধু ভাষা ভুলে, বাক্যবিন্ঠাস ভুলে শুকিয়ে উঠছে খুব

২
বেড়ালটিকে জানানো হোক সে যার উলের তলায়
এতক্ষণ অপেক্ষা করে আছে, তার নাম
মোনালিসা... ভেড়াগুলো পশম খুলে রেখে ওই মাঠে

মৃত পড়ে আছে মাঠে ভেড়াগুলো আর অসহ ওমে
যে উল তার হাতে, তার তলায় বেড়াল নামের একটি
ধারণা খেলছে, তাকে জানানো হোক... তার নাম
এড়িয়ে যেতে পারছে না কেউ...

অথচ সেই উপশমের আড়ালে তার হাসি মুখর হয়ে
ছড়িয়ে, তাকে জানানো হোক, ভেড়াগুলো অনৈতিক
তারা পশমের নীচে একটি বেড়ালকে অপেক্ষা করছে
দেখার আগেই উল হয়ে উঠছে ওই মাঠে

ফেসবুক মন্তব্য